কংগ্রেস EB-5 কার্যক্রম কে ব্যাপ্ত করার স্থায়ী সঙ্কল্পগ্রহন পাশ করেছেন জানুয়ারি ১৯ ,২০১৮ পর্যন্ত।
যেমন আশা করা গেছিলো, হাউসে সংখ্যাগুরু ভটে ২৩১ vs ১৮৮ এবং সেনেটে সংখ্যাগুরু ভটে ৬৬ vs ৩২, কংগ্রেস EB-5 কার্যক্রম কে ব্যাপ্ত করার স্থায়ী সঙ্কল্পগ্রহন পাশ করেছেন জানুয়ারি ১৯ ,২০১৮ পর্যন্ত। রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্প গতকাল ২২ শে ডিসেম্বর সই করে সঙ্কল্পগ্রহনটিকে আইন এ পরিণতি দিয়েছে।
কাজে সম্ভাব্য পরিবর্তনের জন্য হাতে ১ মাস থাকায় এটা EB-5 কার্যক্রমের সুবিধা নেওয়ার শেষ সুযোগ হতে পারে। মানে যোগ্যতাসম্পন্ন EB-5 প্রজেক্টে বিনিয়োগ করার সুযোগ তারই সঙ্গে বর্তমান সর্বনিম্ন মূল্যে,সম্রিদ্ধশিল এলাকায় যেগুলি এখনও লক্ষ্যবস্তু কর্মনিয়োগই এলাকা মানা হয় সেখানে বিনিয়োগের সুযোগ।
আপনি যদি এই অপূর্ব ইমিগ্রেশন কার্যক্রমে এগিয়ে যেতে চান বা আরও তথ্যের জন্য আমাদের কল করুন +৯১৭৩৫৫৯২৫১ অথবা ই-মেল করুন info@americaeb5visa.com
americaeb5visaদ্বারা পোস্ট করা হয়েছে ডিসেম্বর ২৩,২০১৭